• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

'পিক ফর লেস ডট কম' এর সঙ্গে ই-কুরিয়ারের চুক্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৯, ১৮:৪০

সহজে ক্রেতাদের হাতে তাদের পছন্দ করা পণ্যটি পৌঁছে দিতে সম্প্রতি pick4less.com এবং eCourier.com.bd এর মধ্যে একটি চুক্তিপত্র সই হয়েছে।

চুক্তি সই অনুষ্ঠানটি বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

PICK4LESS এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু এবং eCourier এর সিইও বিপ্লব জি রাহুল চুক্তিপত্রে সই করেন।

এসময় PICK4LESS এর পক্ষ থেকে PICK4LESS এর হেড অফ অপারেশনস ইঞ্জিনিয়ার শেখ শিমুল আহম্মেদ, লজিস্টিক কো-অর্ডিনেটর মোঃ সাহাদাত হোসেন, এজিএম মার্কেটিং রোমানিয়া ফুড এন্ড বেভারেজ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

eCourier এর পক্ষ থেকে কী একাউন্ট ম্যানাজার কাউসার ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্রেতাদের কাছে আরও সহজে ও ঝামেলা ছাড়াই পণ্যটি পৌঁছাতে PICK4LESS এর সঙ্গে eCourier এর যুক্ত হলো।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • করপোরেট কর্নার এর পাঠক প্রিয়