বাংলাদেশের বাজারে ইয়ামাহা স্কুটার আনলো এসিআই মটরস্
এসিআই মটরস্ বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই এর একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস্ যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ৫৫টিরও বেশি ত্রি-এস ডিলার পয়েন্ট রয়েছে।
বাংলাদেশের গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে ইয়ামাহা প্রতি বছর নতুন ধরনের সব মোটরসাইকেল বাজারে আনে। এরই ধারাবাহিকতায় গত ২৪ আগস্ট তেজগাঁও এর এসিআই সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইয়ামাহা R15 MotoGp এডিশন ও Street Rally স্কুটার এর UBS ভার্সন উদ্বোধন করা হয়। এর মধ্যে R15 MotoGp এডিশনটি এসেছে সম্পূর্ণ নতুন গ্রাফিক্স নিয়ে যা যেকোনো তরুণ বাইকপ্রেমির নজর কাঁড়বে। আর Street Rally স্কুটারটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির UBS (Unified Braking Systems) ব্রেকিং সিস্টেম যা দুর্ঘটনার ঝুঁকিকে হ্রাস করে। R15 MotoGp এডিশনটি গ্রাহকরা প্রি-বুকিং করে জিতে নিতে পারবেন আকর্ষণীয় ডিসকাউন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিআই মটরস্ এর নির্বাহী পরিচালক সুব্রতরঞ্জন দাস এবং এসিআই মটরস্ এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এসজে
মন্তব্য করুন