• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

হাসি ফোটাতে মানুষের পাশে দাঁড়িয়েছে ইগলু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মে ২০২০, ২১:৪৯
Igloo Ice Cream, Initiative, 'The country will laugh if you want', campaign
অনলাইন উদ্বোধনে আয়োজন সংশ্লিষ্টরা।

করোনাভাইরাসের প্রকোপে সারা পৃথিবী স্থবির হয়ে আছে। স্থবির হয়ে আছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও। কাজ বন্ধ তাই কর্মহীন অবস্থায় দিন যাপন করছে লাখো কোটি মানুষ। ফলে তাদের ঘরে খাবার নেই, অনাহারে অর্ধাহারে দিন কাটছে প্রতিদিন।

এমন পরিস্থিতিতে ইগলু আইসক্রিম এগিয়ে এসেছে নতুন উদ্যোগ নিয়ে। ইগলুর একটি ক্ষুদ্র প্রয়াস 'তুমি চাইলেই হাসবে দেশ' ক্যাম্পেইনের মাধ্যমে।

গত ২২ মে লাভগুরু এহতেশাম এর সঞ্চালনায় একটি অনলাইন লাইভ শো এর মাধ্যমে ইগলু আইসক্রিম এই ক্যাম্পেইনের সূচনা করে

ইগলু কর্তৃপক্ষ জানায়, এই ক্যাম্পেইনের আওতায় ইগলু আইসক্রিম হোম ডেলিভারির মাধ্যমে প্রতিদিনের বিক্রয়কৃত অর্থের ৫ শতাংশ দান করবে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে। ইগলুর এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে অন্তত কিছু অনাহারী মানুষের মুখে হাসি ফুটবে।

ইগলু আইসক্রিম এর গ্রুপ সিইও জি এম কামরুল হাসান বলেন, যতদিন না পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, এই ক্যাম্পেইন ততদিন চলমান থাকবে

জিএ

মন্তব্য করুন

daraz
  • করপোরেট কর্নার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা কমাতে হিট অফিসারের নতুন উদ্যোগ
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
তীব্র গরমে যে উদ্যোগ নিলো ঢাকা ওয়াসা
X
Fresh