• ঢাকা বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১
logo

রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৮, ২২:০১

শনিবার রেকর্ড পরিমাণ ১০ হাজার ৬৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

এতে বলা হয়, গত ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা এই বছরের ১৯ মার্চ উৎপাদিত ১০ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১০ হাজার ৮৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

পরবর্তীতে ২৪ এপ্রিল ১০ হাজার ১৩৭ মেগাওয়াট ও ২২ মে সর্বোচ্চ ১০ হাজার ১৪৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর আগে ১৫ মার্চ ৯ হাজার ৭১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

গত বছরের ১৮ নভেম্বর ৯ হাজার ১১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর আগের বছর ২০১৬ সালের ৩০ জুন উৎপাদিত হয় ৭ হাজার ৪৮৫ মেগাওয়াট বিদ্যুৎ।

--------------------------------------------------------
আরও পড়ুন : রমজানে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
--------------------------------------------------------

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, গ্রাহক সংখ্যা ২ কোটি ৮৭ লাখ। বিদ্যুৎ সুবিধা পায় মোট জনগোষ্ঠীর ৯০ শতাংশ। এবারের গ্রীষ্মে দেশে দৈনিক বিদ্যুতের চাহিদা নিরূপণ করা হয়েছে ১২ হাজার মেগাওয়াট।

দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট ও ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

আরও পড়ুন :

কে/

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিদ্যুৎ ও জ্বালানি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রেকর্ড ২৯১৯ ভুল তথ্যে ফিরে দেখা ২০২৪ সাল
চট্টগ্রামে সমন্বয়কের ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস, যা জানা গেল
সেন্টমার্টিনে বর্জ্য থেকে হবে বিদ্যুৎ, খাবার পানি দেবে সরকার 
অপরাজিত থেকে ৫৪২ রান করে নায়ারের বিশ্বরেকর্ড