ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সিলেটের ঐতিহ্যবাহী জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী এক বছরের জন্য আসিফ হোসেনকে সভাপতি ও নূর উদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
রোববার (৯ অক্টোবর) সদ্য বিদায়ী সমিতির সভাপতি মো. শাহরিয়ার ও সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসিফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী। নূর উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স এর ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী।
সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ শাহরিয়ার বলেন, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে সাংগঠনিক কাজ আরো বেগবান হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর উদ্দিন আহমেদ বলেন, সকলের সহযোগিতায় আমরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাবো। পূর্ণাঙ্গ এ কমিটির মাধ্যমে আমরা প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের ও ভর্তি পরবর্তী করণীয় বিষয়ে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতায় কাজ করে যাবো।