কোনো ধরনের নগদ টাকা ছাড়াই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে পণ্য পেতে স্মার্ট উদ্যোগ নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ সেবা পেতে বিশ্ববিদ্যালয়ের ইতোমধ্যে তিন জায়গায় গেট এইড কোম্পানি লিমিটেডের সহযোগিতায় ক্যাশলেস (নগদহীন) ‘ভেন্ডিং মেশিন’ স্থাপন করা হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আবাসিক শাহপরাণ হলে এ ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ও গবেষণার পাশাপাশি বিভিন্ন সেবার মান বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য খাবারের মান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি। ক্যাশলেস এ সার্ভিস চালু করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে হলগুলোতে যত ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন আমরা সবগুলো নিশ্চিত করবো। আমরা চাই নিয়ম মেনে শিক্ষার্থীরা খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকুক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান। এছাড়া এসময় বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও হলের শিক্ষার্থীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
শাহপরান হলের প্রভোস্ট ড. মিজানুর রহমান খান বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা এ সেবা চালু করেছি। বর্তমানে শিক্ষার্থীরা অনেক স্মার্ট। বিভিন্ন অ্যাপস ব্যবহারের তারা দক্ষ। তাদেরকে সহজে সেবা প্রদানের লক্ষ্যে আমরা এ স্মার্ট উদ্যোগ নিয়েছি।
উল্লেখ্য, ভেন্ডিং মেশিন থেকে নগদ ও বিকাশের মাধ্যমে স্ক্যানিং পদ্ধতিতে শিক্ষার্থীরা ২৪ ঘন্টা কোমল পানীয় ও চিপস সহ বিভিন্ন মুখরোচক খাবার সহজে পাওয়ার এ সেবা ভোগ করতে পারবেন। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল, একাডেমিক ভবন ‘এ’ ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ মেশিন স্থাপন করা হয়েছে।