ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পাঁচ বাস আটকে রেখেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

সোমবার, ২২ জানুয়ারি ২০২৪ , ১২:২০ পিএম


loading/img
ফাইল ছবি

হাফ ভাড়া না নেওয়ার অভিযোগে ভিআইপি ও বিকাশ পরিবহনের পাঁচটি বাস আটকে রেখেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাসগুলো আটকে কলেজের পাশে এক গলিতে নিয়ে যান শিক্ষার্থীরা।

আটকে রাখা পাঁচটি বাসের মধ্যে দুটি বিকাশ পরিবহনের এবং তিনটি ভিআইপি সিটি সার্ভিসের।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের সামনের রাস্তা দিয়ে বাসগুলো চলাচল করলেও তারা অনেক সময় হাফ ভাড়া নিতে চায় না। এমনকি শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়। হাফ ভাড়া দিতে চাইলে বাসের মধ্যে অন্য যাত্রীদের সামনে নানানভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হয়। তাই তারা বাধ্য হয়ে বাস আটকে রাখা হয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ ওবায়দুল করিম বলেন, আমরা শুনেছি শিক্ষার্থীরা পাঁচটি বাস আটকে রেখেছে। বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করছি।

তিনি বলেন, নিউমার্কেট থানা পুলিশের কর্মকর্তা এবং দুটি বাসের সংশ্লিষ্ট লাইনম্যান ঘটনাস্থলে এসেছেন। সবার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |