ঢাকাশুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হলেন অধ্যাপক মামুন

ববি প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ , ১০:৪১ এএম


loading/img
ছবি : আরটিভি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অধ্যাপক ড. মামুনুর রশিদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও আচার্যের আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম সাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩ এর ১২(১) ধারা অনুযায়ী কোষাধ্যক্ষ পদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মৌলিক বিজ্ঞান বিভাগ, প্রাণী বিজ্ঞান এবং ভেটেনারি মেডিসিন অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুনুর রশিদকে নিয়োগ দেওয়া হলো। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

বিজ্ঞাপন

শর্ত হিসেবে এতে বলা হয়েছে, এ পদে থাকা অবস্থায় তিনি অবসর অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে, অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামালকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তিনি শিক্ষার্থীদের তোপের মুখে যোগদান না করেই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে তার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

এরই পরিপ্রেক্ষিতে ওই পদটিতে অধ্যাপক ড. মামুনুর রশিদকে নিয়োগ দেন আচার্য। এর আগে, তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং মৌলিক বিজ্ঞান বিভাগ, প্রাণী বিজ্ঞান ও ভেটেনারি মেডিসিন অনুষদের চেয়ারম্যান ছিলেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |