ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

অনশনে ৫৪ মাদরাসা শিক্ষক হাসপাতালে

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০১৮ , ০৬:২৫ পিএম


loading/img

মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। কর্মসূচির তৃতীয় দিন বৃহস্পতিবার অনশনরত ৫৪ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে চলা এ অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়। 

কনকনে শীতে টানা আটদিন অবস্থান ধর্মঘটের পর গত মঙ্গলবার সকাল ১১টা থেকে আমরণ অনশন শুরু করেন শিক্ষকরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিজ্ঞাপন

আয়োজক সংগঠনের যুগ্ম মহাসচিব আবু মুসা ভূঁইয়া বলেন, তৃতীয় দিনের মতো আজ আমরা অনশন চালিয়ে যাচ্ছি। এ অনশন কর্মসূচিতে এ পর্যন্ত ৫৪ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে দুই জনকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। অন্যদের কর্মসূচিস্থলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আরো অনেকেই অসুস্থ।

দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ অনশন কর্মসূচি থেকে সরে আসবেন না বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |