ঢাকামঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

নোবিপ্রবিতে বিষধর পদ্ম গোখরা, আতঙ্কে শিক্ষার্থীরা

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৪ পিএম


loading/img
ছবি: আরটিভি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে দেখা মিলেছে প্রায় ৩ ফুট আয়তনের বিষধর পদ্ম গোখরা সাপের।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আনসার ব্যারাকের সামনে সাপটির দেখা মিলে বলে প্রত্যক্ষদর্শীরা আরটিভিকে জানায়। এ ঘটনায় পুরো ক্যাম্পাস-জুড়ে সাপ আতঙ্ক রয়েছে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভিরুল ইসলাম জানান, ক্যাফেটেরিয়ার পাশেই আনসার সদস্য মনির রঞ্জন দে প্রথমে সাপটিকে দেখতে পায়। নিরাপত্তার খাতিরে আনসাররা পরবর্তীতে সাপটিকে মেরে ফেলছে। ক্যাফেটেরিয়ার পাশের জঙ্গল গুলা পরিষ্কার করা প্রয়োজন। চলাফেরা করার সময় সবাইকে সাবধানে থাকতে হবে।  

বিজ্ঞাপন

আবাসিক হলের শিক্ষার্থী মোহন মিয়া বলেন, ক্যাম্পাসের বিভিন্ন জায়গা এখনো ঝোপঝাড় মুক্ত হয়নি। এসব ঝোপঝাড় প্রকৃতির আপন গতিতে বৃদ্ধির সঙ্গে সঙ্গে সাপের উপদ্রবও বেড়েছে। এ জন্য প্রতিদিনই আতঙ্কে দিন কাটাচ্ছি। প্রশাসনের উচিত খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ক্যাম্পাসে অনেক দিন সাপের দেখা পাওয়া যায়নি। তবে পদ্ম গোখরা দেখার পর শিক্ষার্থীদের ভেতর আতঙ্ক কাজ করছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সেস্ট শাখার সঙ্গে আলাপ করে ক্যাফেটেরিয়া ও আনসার ব্যারাকের আশপাশের পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করবো।

নোবিপ্রবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. ইসমাত আরা পারভীন বলেন, আমাদের মেডিকেলে অ্যান্টিভেনম নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানাব। তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাহলে সবার জন্য ভালো হবে। 

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. মো. আতিকুর রহমান ভূঁইয়া বলেন, সাপের আবাস্থলে সাপ বসবাস করবে এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আমরা যদি আমাদের পরিবেশ পরিচ্ছন্ন না রাখি তাহলে সাপ এসব স্থানে এসে বসবাস করবে। তবে বর্তমান প্রশাসন ক্যাম্পাসের ঝোপঝাড় গুলো প্রায় পরিষ্কার করেছেন। আশাকরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন কোনো ক্ষতি না হয় সেই জন্য যেগুলো বাকি আছে সেগুলো দ্রুত পরিষ্কার করবে। এছাড়াও রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে সাপ তাড়িয়ে দেওয়া যেতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল বলেন, পদ্ম গোখরা সাপের দেখা পাওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।  ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯০ শতাংশ ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। আর শিক্ষার্থীরা যেন নিরাপদে চলাচল করতে পারে এজন্য ক্যাম্পাসে থাকা অবশিষ্ট ঝোপঝাড় দ্রুত পরিষ্কার করা হবে।

আরটিভি/এএএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |