• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

কেউ ভোট ডাকাতি করতে এলে হাত কেটে দেবেন: রব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ জানুয়ারি ২০২০, ১৬:০৫
আ স ম আব্দুর রব
জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, ছবি: সংগৃহীত

ঢাকা সিটি নির্বাচনে আপনাদের ভোট দিতে আসতেই হবে। আপনার ভোটাধিকার আপনাকেই রক্ষা করতে হবে। আর কেউ ভোট ডাকাতি করতে এলে হাত কেটে দেবেন। বলেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ৬ নম্বর সেকশনে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রব বলেন, ১ তারিখে ভোটের লড়াই হবে। যারা ভোট ডাকাতি করতে আসবে তাদের প্রতিহত করবেন। যদি ১ তারিখে ভোট হয়, আপনারা যদি ভোট দিতে পারেন, তাবিথ আউয়াল নির্বাচিত হবে।

জেএসডি সভাপতি আরও বলেন, ১ তারিখের লড়াই গণতন্ত্রের লড়াই। আপনাদের একটা ভোট খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, গণতন্ত্রকে মুক্ত করার জন্য, হাজার হাজার কর্মীকে জেল থেকে মুক্ত করার জন্য, লাখ লাখ মামলা প্রত্যাহারে সহযোগিতা করবে। ১ তারিখে আসবেন, ভোট দেবেন।

সবাইকে শক্তভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

এসজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্রের শক্তিশালী পাহারাদার দরকার: সাকি
স্বাধীনতার এত বছর পরেও গণতন্ত্রের জন্য লড়াই করছি: আমীর খসরু
গণতন্ত্রকে পূর্ণরূপ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে: মির্জা ফখরুল 
ফ্যাসিবাদের পতন ঘটলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়নি: নজরুল ইসলাম