জন্মদিনের আগমুহূর্তে গৌরিকে নিয়ে আমির খানের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ , ১২:৫৯ পিএম


জন্মদিনের আগমুহূর্তে গৌরিকে নিয়ে আমির খানের বিস্ফোরক মন্তব্য

বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত অভিনেতা আমির খান। জীবনের ৫৯ টি বসন্ত পার করে পা দিলেন ৬০ এ ‘রাজা হিন্দুস্থানি’ এই তারকা। জন্মদিনে আয়োজিত অনুষ্ঠানের আগেই মুম্বাইয়ে আয়োজিত মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে ১৮ মাসের বান্ধবী এবং প্রেমিকা গৌরিকে মিডিয়ায় পরিচয় করিয়ে দিয়ে চমকে দেন তিনি। বলা চলে ৬০তম জন্মদিনের ঠিক আগমুহূর্তে ফের বোমা ফাটালেন আমির খান। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ মার্চ) মুম্বাইয়ের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এবং সেখানে তার জীবন এবং ক্যারিয়ার সম্পর্কে কথা বলার পরে অভিনেতা তার নতুন 'পার্টনার' বা প্রেমিকা গৌরিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

আমির ও গৌরী একসঙ্গে বসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। ২৫ বছর আগে দুজনের দেখা হয়েছিল এবং মাঝে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন। তবে কয়েক বছর আগে ফের তাদের যোগাযোগ হয়। 

বিজ্ঞাপন

amir_FTRc2c1.width-750

আমির বলেন, ১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। এরপর আমির মজা করে মিডিয়ার জন্য বলে ওঠেন, দেখুন কেমন আপনাদের কিছুই টের পেতে দেইনি’! 

অভিনেতা আরও জানান, তিনি গৌরীকে শোবিজের এই দুনিয়ার জন্য প্রস্তুত করার চেষ্টা করেছেন এবং এমনকি গৌরীর 'মানসিক শান্তির' জন্য তার জন্য ব্যক্তিগত সুরক্ষাও নিয়োগ করেছেন।

বিজ্ঞাপন

গৌরী বেঙ্গালুরুতে থাকতেন এবং এর আগেও তার বিয়ে হয়েছিল। তার ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আমির বলেছিলেন যে তার সন্তানরা এবং পরিবার গৌরীর সঙ্গে দেখা করেছে এবং সবাই খুবই খুশি। সবশেষে আমির তার ২০০১ সালের হিট 'লগান'-এর কথা উল্লেখ করে বলেছিলেন, 'ভুবন কো উস্কি গৌরি মিল হি গয়ি'।

গত মাস থেকেই গৌরি নামের একটি মেয়ের সঙ্গে আমিরের প্রেমের খবর ও রেডিট পোস্ট ছড়িয়ে পড়ে। আমির এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন, যার সঙ্গে তার ছেলে জুনেইদ এবং মেয়ে ইরা আছে। তারপরে তিনি কিরণ রাওকে বিয়ে করেছিলেন এবং তার সেই বিয়ে থেকে দুজনের ছেলে আজাদের জন্ম। ২০২২ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।

আরটিভি/এএ 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission