ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে গায়ক রবি চৌধুরী

বিনোদন ডেস্ক

সোমবার, ২৭ জুলাই ২০২০ , ০১:০৫ পিএম


loading/img
ছবিতে রবি চৌধুরী।

করোনায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে এই গুণী গায়কের।

বিজ্ঞাপন

রবি চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘করোনা আমাকে ভালোবেসেছে। তাই কারও ফোন রিসিভ করতে পারছি না। কিছু মনে করবেন না। যদি পারেন দোয়া করবেন, দোয়া চাই। দেখা হবে আবার গানে গানে ইনশাআল্লাহ।’

পাশাপাশি এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি। তবে তার শারীরিক অবস্থা এখন কোন পর্যায় আছে, সে বিষয় কিছু উল্লেখ করেননি।

বিজ্ঞাপন

ক্যারিয়ারে রবি চৌধুরী অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। প্লেব্যাকও করেছেন এই শিল্পী।

এম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |