ঢাকাশুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

এবার অভিনয়ে নাম লেখালেন রবি চৌধুরী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ এপ্রিল ২০২৩ , ০৩:৪৩ পিএম


loading/img

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। ইতোমধ্যেই সংগীত ক্যারিয়ারে অতিক্রম করেছেন প্রায় তিন দশক। এতদিন পর এবার অভিনয়ে নাম লিখিয়েছেন এই গায়ক।

বিজ্ঞাপন

পর্দায় একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করতে দেখা যাবে রবিকে। এটি নির্মাণ করেছেন হানিফ সংকেত। আসন্ন ঈদুল ফিতরে ‘ইত্যাদি’ অনুষ্ঠানে সম্প্রচারিত হবে এই ড্রামা। এমনটাই নিশ্চিত করেছে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। 

ঈদে ‘ইত্যাদি’ মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। প্রায় প্রতি ঈদেই ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর অনুষ্ঠানটিতে পরিবেশিত হয় মিউজিক্যাল ড্রামা।

বিজ্ঞাপন

এবারের নাটকে তিনটি ভিন্ন বিষয় নিয়ে দেখা যাবে মিউজিক্যাল ড্রামা। যার একটিতে অভিনয় করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী এবং অভিনেতা রাশেদ মামুন অপু। অন্য দুটিতে রয়েছেন প্রাণ রায়, সারিকা সাবরিন, রিচি সোলায়মান, আবদুন নূর সজল, রিমু রোজা খন্দকার ও কাইফ।

‘ইত্যাদি’র রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানের স্পন্সরে রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’, ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |