• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

জন্মদিনে স্পেশাল চাইল্ডদের মাঝে জায়েদ খান

বিনোদন ডেস্ক

  ৩১ জুলাই ২০২০, ১৩:৩৭
Zayed Khan,
জন্মদিনের ছবি।

নিজের জন্মদিন ভিন্নভাবে উদযাপন করলেন চিত্রনায়ক জায়েদ খান। গতকাল ৩০ জুলাই ছিল এই নায়কের জন্মদিন।

এদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতে স্পেশাল চাইল্ডদের জন্য প্রতিষ্ঠিত উত্তরার একটি স্কুলে যান।

জন্মদিন উপলক্ষে জায়েদ খান এতিম ও স্পেশাল চাইল্ডদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও খাদ্যদ্রব্য বিতরণ করেন। জায়েদ খান ফ্যান ক্লাবের আয়োজনে উত্তরার ফ্যামেলিজ ফর চিলড্রেনে এ খাবার সামগ্রী বিতরণ করা হয়।

নায়ককে পেয়ে শিশুরা ঈদ আনন্দে মাতে। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়ক মারুফ আকিব ও জয় চৌধুরী। সেখানে মোহাম্মদ সোহেল নামের এক চিত্রশিল্পী মাত্র দুই দিনে নিজ হাতে আঁকা ছবি জায়েদের জন্মদিন উপলক্ষে উপহার দেন। সোহেল ঢাকা আর্ট কলেজ থেকে অনার্স, মাস্টার্স শেষ করেছেন। সোহেলও একজন প্রতিবন্ধী। এখানেই সোহেল লালন-পালন হয়েছেন। সোহেল নিজের প্রতিভা এ সকল শিশুদের মাঝে ছড়িয়ে দিতে বর্তমানে কাজ করছেন।

জায়েদ খান বলেন, আমার সামর্থ্য অনুযায়ী সব সময় এই সংগঠনের সাথে থাকবো। এখানে এসে যে ভালোবাসা পেয়েছি তা কখনো ভোলার নয়। এ ভালোবাসা অনেক গভীর।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মমর নাম ভাঙিয়ে চলেন জায়েদ খান, অতঃপর...
মজলুম জননেতা মওলানা ভাসানীর জন্মদিন আজ
নতুন পরিচয়ে জায়েদ খান
জেদ করে অভিনয়ে এসে এখন দর্শকপ্রিয় অভিনেতা তিনি