ঢাকাবৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

তাসনুভা তিশার প্রেমে পড়েছেন হাই জ্বীন ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক

সোমবার, ১০ আগস্ট ২০২০ , ০৬:০৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

সময়ের নতুন ট্রেন্ড নাটকে গানের ব্যবহার। সেই সুবাদে শ্রোতাপ্রিয় হচ্ছে একের পর এক নাটকের গানও। সেই ধারাবাহিকতায় প্রকাশ হলো আরও একটি নতুন গান 'আমি একটা জ্বীন'।

বিজ্ঞাপন

জাদুর এক প্রদীপে বসে, কাটছিলো আমার দিন, অনেক কষ্টে বেরিয়ে আসলাম, আমি একটা জ্বিন। বয়স আমার কতো হবে, করো তো আন্দাজ, তিরিশ চল্লিশ? না না, বয়স পাঁচশ হবেই আজ।- এমনই মজার কথায় গানটি লিখেছেন মাসুম আওয়াল। সুর ও সংগীতায়োজন করার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন নীল কামরুল।

হাসান রেজাউল পরিচালিত হাই জ্বীন শিরোনামের একটি নাটকের জন্য তৈরি হয়েছে গানটি। সম্প্রতি এটি প্রকাশিত হয়েছে  ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম আড্ডা টাইমস (Addatimes) এর ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

নির্মাতা হাসান রেজাউল বলেন, 'মজার একটি গল্প নিয়ে এই নাটক। একটা জ্বীনের সঙ্গে এক তরুণীর প্রেমের রসায়ন তুলে ধরা হয়েছে এখানে। আমাদের গল্পে শোভা বাড়িয়েছে মজার এই গানটি। দারুণ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও তাসনুভা তিশা। আশাকরি গান ও নাটকটি সবার ভালো লাগছে।' 

গানটি নিয়ে গীতিকার মাসুম আওয়াল বলেন, 'নির্মাতা হাসান রেজাউল ভাইয়ের তাড়া খেয়ে হুট হাট করে গান লিখতে হয় মাঝে মধ্যেই। এবার প্রকাশ হলো আমি একটা জ্বীন গানটি। সুর সংগীতের পাশাপাশি গানটি গেয়েছেন নীল কামরুল। আমরা চেষ্টা করেছি ভালো কিছু করতে। বাকিটা দর্শক শ্রোতারাই বলবেন।'

প্রসঙ্গত, প্লে স্টোর থেকে Addatimes App install করে  দর্শক দেখতে পারেন নাটক `হাই জ্বীন`। আর গানটি উপভোগ করা যাবে আড্ডা টাইমস এর ইউটিউব চ্যানেল থেকেই।

বিজ্ঞাপন

এম 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |