• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

যে কারণে নায়িকা হওয়ার ইচ্ছা পূরণ হয়নি তানিয়া বৃষ্টির

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩১ আগস্ট ২০২৪, ১০:১১
তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি

ছোটপর্দায় কাজ করলেও অনেকরেই ইচ্ছা থাকে চলচ্চিত্রে কাজ করার। তাদেরই একজন তানিয়া বৃষ্টি। ইচ্ছে ছিল রুপালি পর্দায় নায়িকা হবেন। কিন্তু তা অপূর্ণই রয়ে গেছে।

তানিয়া বৃষ্টি

‘ঘাসফুল’ নামের একটা সিনেমায় অভিনয় করেছিলেন বৃষ্টি। ভেবেছিলেন বড়পর্দায় অভিনয় চালিয়ে যাবেন। তবে তা আর হয়নি। সম্প্রতি বিষয়টি নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন তিনি।

তানিয়া বলেন, নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল, সেসব আর নিতে পারছিলাম না। মূলত সে কারণেই আর চলচ্চিত্রে কাজ করা হয়নি। হয়তো একদিন হবে।

তানিয়া বৃষ্টি

শিগগিরই ‘চেয়েছিলাম’ নামের একটি নাটকে দেখা যাবে বৃষ্টিকে। সেখানে তার চরিত্রের নাস শিউলি। নাটকের গল্পে একটি প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই নাটকের গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। আমার বিশ্বাস দর্শকের ভালো লাগবে নাটকটি।

তানিয়া বৃষ্টি

আপেল আকবরের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ‘চেয়েছিলাম’ নাটকটি নির্মাণ করেছেন স্বপন বিশ্বাস। দূর্বার টেকনোলজিস লিমিটেডের ব্যানারে গত ২৫ আগস্ট থেকে রাজধানীর উত্তরা ও শ্যামলীসহ বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে নাটকটির।

বৃষ্টি ছাড়া এ নাটকে আরও অভিনয় করেছেন— ইরফান সাজ্জাদ, মিলি বাশার, আনোয়ার শাহী, সম্পা রেজা, হারুন রশিদ বান্টি, বাশার বাপ্পি, খায়রুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড়দিনে আরটিভির বিশেষ নাটক ‘বউয়ের মন পুলিশ পুলিশ’
১০ বছর পর ‘ভয়াল’ দিয়ে পর্দায় ইরফান সাজ্জাদ
নাঈম-তানিয়ার বিয়েতে যত শর্ত
আরশকে ‘নিমকহারাম’ উল্লেখ করে যা বললেন তানিয়া বৃষ্টি