• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

চলে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ চাদউইক বোসম্যান

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ০৯:২০
black-panther-boseman
চাদউইক বোসম্যান

ক্যানসারের কারণে হলিউড তারকা চাদউইক বোসম্যানের মৃত্যু হয়েছে। পরিবারের বরাতে বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে নিজ বাস ভবনেই মারা গেছেন তিনি।

৪৩ বছর বয়সী বোসম্যান ২০১৬ সাল থেকে ক্লোন ক্যানসারে ভুগছিলেন। ২০১৮ সালে তার অভিনীত ‘ব্ল্যাক প্যান্থার’ সেরা সিনেমা হিসেবে অস্কার জয় করেছিল। যা ছিল প্রথম সুপার হিরো সিনেমার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়।

মার্ভেলের তৈরি ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি ১.৩৪৭ বিলিয়ন ডলারের ব্যবসা করেছিল বক্স অফিসে।

২০১৩ সালে মার্কিন বেসবল কিংবদন্তি জ্যাকি রবিনসনের বায়োপিক ‘ফরটি টু’ করে প্রশংসিত হন বোসম্যান। পরের বছর মিউজিসিয়ান জেমস ব্রাউনের বোয়োপিক ‘গেট ওয়ান টপ’ করেন তিনি।

২০০৮ সালে বড় পর্দায় পা রাখার আগে দীর্ঘদিন আমেরিকান টেলিভিশনের পর্দায় দেখা গেছে তাকে।

১৯৭৬ সালে সাউথ ক্যারোলিনায় জন্ম নেন চাদউইক বোসম্যান। হাউওয়ার্ড বিশ্ব বিদ্যালয় ও ব্রিটিশ আমেরিকান ড্রামা অ্যাকাডেমি থেকে ডিগ্রি নিয়ে ২০০৩ সাল থেকে টেলিভিশনের মাধ্যমে অভিনয় শিল্পে পা রাখেন তিনি।

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলিউডে দিশা পাটানির অভিষেক
দাবানলের শহর থেকে প্রাণে বেঁচে ফিরে যা বললেন প্রীতি জিনতা
পুড়ছে হলিউড, আমার ভেতরটা কাঁদছে: জায়েদ
আগুনে পুড়ে ছাই প্যারিস হিলটনসহ হলিউড তারকাদের বাসভবন