• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সুশান্তের মৃত্যু: রিয়াকে ১০ ঘণ্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, কী  প্রশ্ন করা হচ্ছে তাকে?

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ আগস্ট ২০২০, ০৯:৪৮
Sushant's death: Riya was interrogated by CBI for 10 hours, what question is being asked of her?
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। প্রায় দশ ঘণ্টারও বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

উল্লেখ্য, সুশান্তের রহস্যজনক মৃত্যুর পর সাবেক প্রেমিকা রিয়ার নাম ঘুরে ফিরে আসছে। সুশান্তের টাকা উড়ানো, মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক, মাদক মাফিয়ার সঙ্গে যোগাযোগসহ নানা অভিযোগের গুঞ্জন এই নায়িকাকে নিয়ে।

শুক্রবার (২৮ আগস্ট) মুম্বই ডিআরডিও অফিসে গিয়ে সিবিআই তলবে উপস্থিতি হন রিয়া চক্রবর্তী। এদিন ভাই সৌভিক চক্রবর্তীকে নিয়ে ডিআরডিও অফিসে পৌঁছন তিনি। সেখানেই এই মামলায় তার বয়ান রেকর্ড করেন নূপুর প্রসাদ।

জানা গেছে, আগামী কয়েকদিন ধরে চলবে এই জিজ্ঞাসাবাদ। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই এই মামলার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই।

দেশটির কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, মোট ১০টি প্রশ্ন রিয়ার জন্য তৈরি করেছে সিবিআই। বৃহস্পতিবার এই অভিনেত্রীর ভাইকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। দুই জনের বয়ান খতিয়ে দেখে তবেই পরবর্তী পদক্ষেপ নেবে সিবিআই।

যে সম্ভাব্য প্রশ্নগুলো রিয়াকে করা হচ্ছে:

১) সুশান্ত সিং রাজপুতের মৃত্যু আপনাকে কে জানিয়েছিল? তখন আপনি কোথায় ছিলেন?

২) মৃত্যুর খবর পেয়েই কি আপনি সুশান্তের বান্দ্রার বাড়িতে গিয়েছিলেন? যদি না গিয়ে থাকেন, তাহলে কোথায়, কখন, কীভাবে ওর মৃতদেহ দেখেছিলেন?

৩) ৮ জুন আপনি কেন সুশান্ত সিংয়ের বান্দ্রার আবাসন ছেড়েছিলেন?

৪) ৮ জুন কি আপনাদের মধ্যে কোনও বিবাদ হয়েছিল?

৫) সুশান্তের বাড়ি ছাড়ার পর আপনাদের মধ্যে কি কোনও যোগাযোগ হয়েছিল? বিশেষ করে নয় থেকে চোদ্দ জুনের মধ্যে? যদি হয়, তাহলে কী বিষয়ে যোগাযোগ হয়েছিল?

৬) সেই সময় কি সুশান্ত সিং রাজপুত আপনাকে ঘনঘন যোগাযোগের চেষ্টা করতেন? আপনি কি ওর ফোন কল আর মেসেজ অবজ্ঞা করতেন? যদি তাই করতেন, তাহলে কেন করতেন? কেন ওর নম্বর ব্লক করেছিলেন?

৭) সুশান্ত সিং রাজপুত কি পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন? কী বিষয়ে যোগাযোগ করেছিলেন?

৮) সুশান্ত সিং রাজপুতের চিকিৎসার নথি। স্বাস্থ্য পরীক্ষার নথি। চিকিৎসক ও মনোবিদের বিবরণ!

৯) সুশান্ত সিং রাজপুতের পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল?

১০) কেন আপনি সিবিআই তদন্ত চেয়েছেন? কোনও রহস্যের গন্ধ পেয়েছেন কি?

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

আরও পড়ুন: চলে গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ চাদউইক বোসম্যান

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি
ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে করা রিট খারিজ