• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বেয়ার গ্রিলসের সঙ্গে হাতির মলের চা খেলেন অক্ষয় (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ সেপ্টেম্বর ২০২০, ১৪:০১

বলিউড অভিনেতা অক্ষয় কুমার বহুবার অ্যাকশন সিকোয়েন্সে দর্শকদের মন কেড়েছেন। এবার চ্যালেঞ্জ নিতে হাজির গভীর জঙ্গলে গেছেন তিনি। অ্যাডভেঞ্চারের জগতে অতি পরিচিত নাম বেয়ার গ্রিলসের সঙ্গে খেয়েছেন হাতির মলের চা। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি অক্ষয় নিজেই আপলোড করেছেন।

জানা যায়, সেপ্টেম্বরে তার এই শো সম্প্রচার করা হবে।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানায়, ভারতের কর্নাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে রেয়ার গ্রিলসের সঙ্গে স্টান্ট করতে দেখা গেছে। বেয়ার গ্রিলসের সঙ্গে নিজের টুইটারে এক মিনিটের একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয়। ভিডিওতে তিনি বলছেন 'আই অ্যাম রিল হিরো, হি হিজ রিয়েল হিরো'।

হাতির মলের চা সম্পর্কে তিনি বলেন, বেয়ার গ্রিলসের সঙ্গে অরণ্য অভিযানে গিয়ে যে আমায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সেটা আমি জানতাম। কিন্তু অভিযানে যাওয়ার পর হাতির মলের চা খাইয়ে গ্রিলস আমাকে পুরো চমকে দিয়েছেন, উফ, কি অবিশ্বাস্য একটা দিন!

'ইন টু দ্য ওয়াইল্ড' অনুষ্ঠানে পুরো সেনাবাহিনীর নিয়মে ড্রিল করতে দেখা গেছে অক্ষয়কে। ৭টি ভাষায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মিলিয়ে বিশ্বের ৫০টি দেশে শো-টি দেখা যাবে। বাংলা, হিন্দি, ইংরেজি ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় সম্প্রচারিত হবে। ১১ ও ১৪ সেপ্টেম্বর দুটি পর্বে শো দুটি দেখানো হবে।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়