ঢাকাশনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন আকবর  

বিনোদন ডেস্ক

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২০ , ০৪:৫১ পিএম


loading/img
ছবি সংগৃহীত

সঙ্গীতশিল্পী আকবর ভীষণ অসুস্থ। তার শরীরে ঘা, জ্বালাপোড়া, পটাশিয়াম, লবণ সংকট, হার্ট, কিনডিসহ একাধিক রোগে আক্রান্ত তিনি। 

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে ১৬ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল)-এ ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী আকবর।

আকবরের পারিবারিক সূত্রে জানানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাবেন এই শিল্পী। 

বিজ্ঞাপন

জানা যায়, আগের চেয়ে  শারীরিক অবস্থা কিছুটা ভালো তার। তবে সম্পূর্ণ সুস্থ নন।

আকবরের জন্ম খুলনা জেলার পাইকগাছায়। বেড়ে ওঠেন যশোরে। এক সময় যশোর শহরের অলিগলিতে রিকশা চালাতেন আকবর। সেখানে টুকটাক গান করতেন। ২০০৩ সালে যশোর এমএম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। সেই অনুষ্ঠানে বাগেরহাটের এক ভদ্রলোক আকবরের গান শুনে মুগ্ধ হয়েছিলেন।

তারপর তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ইত্যাদির টিম আকবরের সঙ্গে যোগাযোগ করে। ইত্যাদিতে ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’ গানটি গেয়ে পরিচিতি পান আকবর।

বিজ্ঞাপন

এম 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |