• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মাফিয়ার প্রেমে রাহা তানহা খান 

আরটিভি নিউজ

  ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:০০
Raha Tanha Khan in love with the mafia
রাহা তানহা খান 

চিত্রনায়িকা রাহা তানহা খান মাফিয়ার প্রেমে পড়েছেন। আর এই প্রেম নিয়েই তুলকালামকাণ্ড! তবে সত্যি সত্যিই কোনো মাফিয়ার প্রেমে পড়ছেন না এই তরুণ নায়িকা।

একটি বিগ বাজেটের ওয়েব সিরিজে তাকে মাফিয়ার সঙ্গে প্রেম করতে দেখা যাবে। সিরিজটির নামও ‘মাফিয়া’। এটি পরিচালনা করছেন অসংখ্য হিট ছবির পরিচালক শাহীন সুমন।

এ ব্যাপারে রাহা তানহা খান আরটিভি নিউজকে বলেন, ওয়েব সিরিজের গল্পে আমার চরিত্রটি একজন সিনেমার হিরোইনের। আর এখানে আমার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। যিনি কিনা এই গল্পে একজন মাফিয়া। ঘটনাচক্রে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়েই একের পর এক নানা ঘটনা ঘটতে থাকে।

জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে কক্সবাজারে এই ওয়েব সিরিজের শুটিং-এ অংশ নেবেন রাহা তানহা খান। সেখানে টানা ১০ দিন শুটিং করবেন তিনি।

শাহীন সুমনের নিজের গল্পে ‘মাফিয়া—লেটস প্লে’র চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।

ওয়েব সিরিজের শুটিং শেষ করেই ‘ওস্তাদ’ সিনেমার শুটিং-এ অংশ নেবেন রাহা। এছাড়া নতুন আরও ৩ টি ছবিতে কাজের কথা চলছে বলে জানান তিনি।

রাহা তানহা খানের মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে জান্নাত, ভালোবাসা ডটকম, সারাংশে তুমি (মিউজিক্যাল)।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া
মাফিয়া সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে: খোকন
জন্মদিনে ছেলেকে নিয়ে আনন্দে মাতলেন চিত্রনায়িকা পলি
যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন চিত্রনায়িকা কেয়া