বাংলাদেশ-ভারতের কাঁটাতারের গল্পে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র, থাকছেন পায়েল
ভারত-বাংলাদেশের কাঁটাতার নিয়ে গল্পের শেষ নাই। একটি বেড়া আলাদা করেছে দুই দেশ। দুই দেশের মানুষের মধ্যে যেমন আছে বিভিন্ন সম্পর্কের গল্প, তেমনি কাঁটাতার পার করেই চলে বিভিন্ন অপরাধমূলক ঘটনা, এমনকি মানব পাচারের মতো ঘটনাও ঘটে। 'সীমান্ত' পারের অপরাধমূলক ঘটনাকে ভিত্তি করে এবার তৈরি হচ্ছে টালিউডের বাংলা চলচ্চিত্র 'সীমান্ত।'
চলচ্চিত্রটি নির্মাণ করবেন পরিচালক সুমন মিত্র। ১ অক্টোবর থেকেই শুরু হয়েছে ছবির শুটিং পর্ব। এর আগে পরিচালক '৭১ ব্রোকেন লাইনস', 'দশমী'র মতো ছবি নির্মাণ করেছিলেন।
ছবির গল্পে দেখা যাবে ইন্টেলিজেন্স ব্যুরো (IB) একটি স্পেশাল টিম কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ে তদন্ত শুরু করে। তারা অপরাধ জগতের এক মাস্টারমাইন্ডের সম্পর্কে জানতে পারে। মূলত ভারত-বাংলাদেশ সীমান্তকে কেন্দ্র করে কাজ করে এই অপরাধচক্র। এভাবে এগিয়ে যাবে গল্প।
IB টিমের একজন অফিসারের ভূমিকায় দেখা যাবে পায়েল সরকারকে। ছবিতে আরও অভিনয় করবেন রণজয় বিষ্ণু, সুদীপ মুখোপাধ্যায়, ঋষিরাজ, আনন্দ চৌধুরী, সোনিয়া রায়, সুশীল শিকারিয়া ও ধ্রুব দেবনাথসহ অনেকে। ছবির সঙ্গীত পরিচালনা করবেন বাপ্পাদিত্য শুভ্র।
সূত্র- জি-নিউজ
আরও পড়ুন: জীবন বাঁচাতে লন্ডন পুলিশের দ্বারস্থ নুসরাত
জিএ/এম
মন্তব্য করুন