• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

তিশার ‘বিজয়া’

বিনোদন ডেস্ক

  ০৪ অক্টোবর ২০২০, ১৫:৩৫
Nusrat Imrose Tisha,
নুসরাত ইমরোজ তিশা

ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘ ছয় মাসের বিরতি কাটিয়ে সম্প্রতি শুটিংয়ে ফিরলেন তিনি। ফিরেই এরই মধ্যে কাজ করেছেন পূজার একটি নাটকে। ভিন্ন ধরনের গল্প নিয়ে দুর্গাপূজা উপলক্ষে নির্মিতব্য বিশেষ টেলিভিশন কাহিনীচিত্র ‘বিজয়া’।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিশা। নির্মাতা আবু হায়াত মাহমুদ এর পরিচালনায় এই বিশেষ টেলিভিশন কাহিনী চিত্রটির গল্প লিখেছেন শোয়েব চৌধুরী। সম্প্রতি ঢাকার অদূরের রুপগঞ্জ, নারায়ানগঞ্জসহ বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে।

‘বিজয়া’ প্রসঙ্গে তিশা বলেন, ‘দীর্ঘ দিন পর কাজে ফিরে স্বস্তি লাগছে। নাটকের গল্পটি অনেক সুন্দর। গল্পে শক্তিশালী সামাজিক বার্তা আছে। আশা করছি দর্শকের নাটকটি পছন্দ হবে।’

আবু হায়াত মাহমুদ বলেন, ‘পূজাকে সামনে রেখে ‘বিজয়া’ শিরোনামরে নতুন একটি নাটক নির্মাণ করেছি। গল্পটি চমৎকার। তিশা আপু দারুণ অভিনয় করেছেন। তার অভিনয়ে বরাবরই ভিন্নতা থাকে। এ নাটকেও অন্য এক তিশাকে খুঁজে পাবে দর্শক। শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় নির্মিত এই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে।’

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছড়িয়ে পড়েছে ফোন নম্বর, বিপত্তিতে তিশা
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু
সাংবাদিক মুন্নী সাহা গ্রেপ্তার, নেওয়া হলো ডিবিতে
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের বৈঠক অনুষ্ঠিত