• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

  ১১ অক্টোবর ২০২০, ১২:০১
Apu Biswas,
মায়ের সঙ্গে অপু বিশ্বাস।

সম্প্রতি মা হারিয়েছেন ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এদিকে আজকে ১১ অক্টোবর এই নায়িকার জন্মদিন। মা না থাকায় জন্মিদনে মন খারাপ অপুর।

এক ফেসবুক স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছেন।

আজ আমার জন্মদিন।

সবাই বলে জন্মদিনে কী উপহার দেওয়া যায়? কিন্তু আমার সারা জীবনের সেরা প্রাপ্তি আমার মা।

তুমি যদি আর একটি বার আমার মুখে পায়েস তুলে খাওয়াতে, তাহলে আমার অনেক বড় গিফট পাওয়া হত। এই প্রথম তোমার হাতের পায়েস ছাড়া আমার জন্মদিন পার হচ্ছে, ভাবতেও পারিনি।

তুমি যেখানে থাকো, অনেক ভালো থেকো মা।

আমার এই দিনে তুমি আশীর্বাদ করো,

তোমার চাওয়া; "জয়কে ডাক্তার বানানো"

আমি যেন পূরণ করতে পারি।

এদিকে অপু বিশ্বাস অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। সিনেমা হল খুললেই ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ

বিয়ে করলেন শমী কায়সার

তিশার পরে করোনায় আক্রান্ত তাহসানও

বিশ্বের সর্বোচ্চ রেটের চলচ্চিত্রের তালিকায় 'আয়নাবাজি' দ্বিতীয়

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিব আমার সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি আসে: অপু
পূজার ভাইরাল হওয়া ভিডিও নিয়ে যা বললেন অপু বিশ্বাস
কেন সিনেমায় নেই, মুখ খুললেন অপু বিশ্বাস
যদি আরও সময় লাগে লাগুক, কোনো আফসোস নেই: অপু বিশ্বাস