• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

কলকাতায় স্পা’র আড়ালে দেহ ব্যবসা, অভিনেতাসহ গ্রেপ্তার ১৬

বিনোদন ডেস্ক

  ১১ অক্টোবর ২০২০, ১৭:৩৮
Spa,
সংগৃহীত।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের মধ্যেই কলকাতায় স্পা’র আড়ালে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা।

স্পা’র আড়ালে চলা দেহ ব্যবসার আসরে হানা দিয়ে বাংলা সিরিয়ালের এক অভিনেতা-সহ ১৬ জনকে গ্রেপ্তার করলো এসটিএফ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার গভীর রাতে গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে ওই স্পা-তে হানা দেয় তদন্তকারীরা। সেখান থেকে বেশ কয়েকজন তরুণীকেও উদ্ধার করা হয়েছে।

জানা যায়, পশ্চিমবঙ্গের রাসবিহারী অ্যাভিনিউ ও রফি আহমেদ কিদোয়াই রোড়ের ওই স্পা দুটিতে দেহ ব্যবসা চলে আসছিল। সম্প্রতি এমন খবর পৌঁছায় পুলিশের কাছে। এরপর থেকেই নজরে ছিল প্রতিষ্ঠান দুটি।

আরও পড়ুন:
গুলশানে স্পা-পার্লারের আড়ালে জমজমাট দেহ ব্যবসা
দেহ ব্যবসা করাতেন ‘ইচ্ছাধারী বাবা’
মুম্বাইয়ে দেহ ব্যবসায় জড়িত ৭ বলিউড অভিনেত্রী আটক
ধর্ষককে বাঁচাতে কলেজছাত্রীকে দেহ ব্যবসায়ী বানালেন চেয়ারম্যান

এদিন কলকাতা পুলিশের এসটিএফ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে হানা দেয় স্পা দুটিতে। অভিযানে রাসবিহারী অ্যাভিনিউয়ের স্পা’ থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজন ক্রেতা হিসেবে গিয়েছিলেন সেখানে। আর তাদের মধ্যে একজন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ।

এরপর তালতলা থানা এলাকার রফি আহমেদ কিদোয়াই রোডের স্পায়ে হানা দেয় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ৫ জনকে। ধৃতদের মধ্যে ২ জন ক্রেতা হিসেবে ওই স্পায়ে গিয়েছিলেন বলে জানা যায়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে জানায় তদন্তকারীরা।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে গাড়িচাপায় কর্মচারী নিহত
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি
‘স্পাইডার ম্যান’র চতুর্থ কিস্তি নিয়ে সুখবর