করোনা জয়ী মালাইকার ফেরা
প্রেমিক অর্জুন কাপুর ও মালাইকা অরোরা একই সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছিলেন। অবশেষে কোয়ারেন্টিন পর্ব শেষ করে আবারও কাজে ফিরেছেন বলিউডের আবেদনময়ী এই তারকা।
কোভিড ১৯ মুক্তির পর শোয়ে ফিরলেন মালাইকা। তাকে সাদর অভ্যর্থনা জানাতে একটি ব্লগ লিখে ফেললেন শোয়ের সহ-বিচারক টেরেন্স লুইস।
হলুদ শাড়ির সঙ্গে মানানসই হলুদ বিডসের হার পরে তাক লাগিয়েছেন মালাইকা। কে বলবে করোনা থেকে সেরে উঠলেন তিনি। শোয়ে মালাইকা ছাড়াও বিচারকের আসনে রয়েছেন ইলা অরুণ, গীতা কাপুর, ভারতী সিং, হর্ষ লিম্বাছিয়া। মালাইকাকে এতদিন মিস করছিলেন ইলা অরুণ।
আরও পড়ুনঃ
খুলনায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে সাংবাদিক হত্যায় গ্রেপ্তার ৩
নামাজ পড়া অবস্থায় মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে
একথা জানিয়ে ব্লগে টেরেন্স লিখেছেন, তিন সপ্তাহ কোয়ারেন্টিন কাটিয়ে মালাইকা ফিরেছেন। ফলে এ সপ্তাহের ব্লগ তাকে নিয়েই।
স্বামী প্রযোজক-অভিনেতা আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। তাদের বিয়ের গুঞ্জনও ইন্ডাস্ট্রিতে চাউর রয়েছে। শিগগিরই হয়তো বিয়ে করবেন তারা ধারণা করছেন ভক্তরা।
এম
মন্তব্য করুন