• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

জিৎ ও মিমির চুমু নিয়ে আলোচনা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ নভেম্বর ২০২০, ১৫:৫৫
mimi and zeet
মিমি ও জিৎ

সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুনভাবে ধরা দিলেন টালিউড অভিনেতা জিত ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। চলছে দুজনের চুমু নিয়ে আলোচনা। তবে বাস্তব জীবনে নয়। নতুন চলচ্চিত্রে এমন কাণ্ড ঘটালেন তারা। চলচ্চিত্রের নাম 'বাজি'।

চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা ছিল জিৎ-মিমির 'বাজি' ছবিটি। তবে করোনার কারণে সেটা আর সম্ভব হয়নি। মার্চের শেষে হঠাৎ লকডাউনের পর শুটিং বন্ধ করে লন্ডন থেকে ফিরে আসতে হয়েছিল জিৎ-মিমি সহ 'বাজি'র টিমকে। তবে গত সেপ্টেম্বরে লন্ডনে গিয়ে পুরো শুটিং শেষ করে টিম 'বাজি'। বৃহস্পতিবার মুক্তি পাওয়া ১ মিনিটের টিজারে ধরা পড়লো ছবির কিছু ঝলক। টান টান উত্তেজনা নিয়ে অ্যাকশন দৃশ্য ছাড়া নজর কাড়লো জিতের ঠোঁটে ঠোঁট রেখে মিমির সাহসী চুম্বন দৃশ্য। এছাড়াও দেখা গেল 'আয় না কাছে রে' গানের একটু ঝলক।

আয়ুষ্মান প্রত্যুষ পরিচালিত এই ছবিটির মুক্তির দিন অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।

ছবিতে জিৎ-মিমি ছাড়াও আছেন সব্যসাচী চক্রবর্তী, অভিষেক চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, দেবদূত ঘোষসহ আরও অনেকে।

জিএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি
বিএফআইইউর প্রধান নিয়োগে আলোচনায় বিতর্কিতদের নাম
যে কারণে নিজ দেশ ভারতে কনসার্ট না করার ঘোষণা দিলেন দিলজি
গায়ক দিলজিতের ভক্তদের জন্য দুঃসংবাদ