• ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
logo

যেসব হলে চলছে শাকিব-পাওলির 'সত্তা'

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ এপ্রিল ২০১৭, ১৩:০৮

শাকিব খান ও পাওলি দাম অভিনীত বহুল আলোচিত ছবি 'সত্তা' মুক্তি পেয়েছে আজ। কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল।

গল্পে দেখা যায়, শাকিব একজন মাদকাসক্ত যুবক। আর পাওলি শিখা নামের এক তরুণী। পাওলিকে দেখা যাবে সে বিভিন্ন ঘাত-প্রতিঘাতে বড় হয়েছে। কখনো সে ফুল বিক্রেতা আবার কখনো পরিস্থিতির চাপে পতিতা। হঠাৎ শাকিব-পাওলির দেখা হয়। এরপর দু'জনের মন নিয়ে লুকোচুরি। পাওলিকে ভালোবাসে বদলে যান শাকিব। কিন্তু সে সুখ খুব একটা স্থায়ি হয়না।

শাকিব-পাওলি ছাড়াও অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা।

ছবিতে ছয়টি গান রয়েছে। সবগুলো গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। গানগুলোতে কন্ঠ দিয়েছেন মমতাজ, জেমস, সামিনা চৌধুরী, কনা।

নাচের কোরিওগ্রাফি করছেন স্বনামধন্য কোরিওগ্রাফার মাসুম বাবুল। ২০১৪ সালের ১৬ নভেম্বর শাকিব ও পাওলিকে নিয়ে ঢাকার বিএফডিসিতে সত্তার শুটিং শুরু হয়।

সারাদেশের ৪৮ টি প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে ছবিটি চলছে।

'সত্তা' ছবির হল তালিকা

রূপকথা (পাবনা), যমুনা ব্লকবাস্তার (ঢাকা), বসুন্ধারা স্টার সিনেপ্লেক্স (ঢাকা), চম্পাকলি (টঙ্গি), চন্দনা (জয়দেবপুর), জোনাকি (ঢাকা), পূরবী (ময়মনসিংহ), দর্শন (ভৈরব), নন্দিতা (সিলেট), ঝংকার (পাঁচদোলা), মধুমিতা (ঢাকা), পুনম (ঢাকা), সনি (ঢাকা), শাহীন (ঢাকা), চিত্রামহল (ঢাকা), আনন্দ (ঢাকা), চাঁদমহল (কাঁচপুর), পান্না (মুক্তারপুর), বিজিবি (ঢাকা), গীত (ঢাকা), শ্যামলী (ঢাকা), নিউ গুলশান (জিনজিরা), রানীমহল (ডেমরা), মোহনা (কোনাবাড়ি), সঙ্গীতা (খুলনা), লিবার্টি (খুলনা), সেনা (সাভার), মধুমতি (কুমিল্লা), আলমাস (চট্টগ্রাম), রাজু (ঈশ্বরদী), পূরবী (চট্টগ্রাম), কেয়া (টাঙ্গাইল), অভিরুচি (বরিশাল), মনিহার (যশোর), উপহার (রাজশাহী), বর্ণালী (শাহজাদপুর), মনোয়ার (জামালপুর), পালকি (চান্দিনা), ঝংকার (বকশিগঞ্জ), ছবিঘর (ঝিনাইদহ), রুমা (মুক্তাগাছা), ছন্দা (কালিগঞ্জ), রাজ (কুলিয়ারচর), উল্লাস (বীরগঞ্জ), সোনালী (ঘোড়াঘাট), রংধনু (নজিপুর), সোনালি (বগুড়া), ফাল্গুনি (নাগরপুর)।

এইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়