ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

বিদ্যা'য় মুগ্ধ রেখা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৯ এপ্রিল ২০১৭ , ০২:৫৩ পিএম


loading/img

বিদ্যা বালান অভিনীত আলোচিত ছবি 'বেগমজান'র বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন সিনিয়র অভিনেত্রী রেখা ও হালের ক্রেজ আলিয়া ভাট।

বিজ্ঞাপন

এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন রেখা। ছবির দেখার পর থেকেই বিদ্যার অভিনয়ের গুণগান গাইতে থাকেন এ অভিনেত্রী।     

অন্যদিকে রেখার উপস্থিত হবার পর স্টুডেন্ট অব দ্য ইয়ার'খ্যাত অভিনেত্রী আলিয়া ভাট ও বিদ্যা দুজনেই তার কাছে ছুটে যান। 

বিজ্ঞাপন

এ সময় বিদ্যা, রেখা, আলিয়া প্রযোজক মহেশ ভাটও হাজির হন।  

ছবিতে বিদ্যার দারুণ পারফরমের জন্য তার স্বামী বেশ উৎফুল্ল দেখিয়েছিল।

আসছে ১৪ এপ্রিল সৃজিৎ মুখার্জির 'বেগমজান' মুক্তি পাচ্ছে। পরিচালকের 'রাজকাহিনি'র হিন্দি সংস্করণে বিদ্যা অভিনয় করেছেন প্রধান চরিত্রে।

বিজ্ঞাপন

১৯৪৭ সালের দেশভাগের উপর তৈরি ছবিটির কাহিনি গড়ে উঠেছে পাঞ্চাবের এক পতিতালয়কে কেন্দ্র করে।

বিজ্ঞাপন

সেখানে বিদ্যা অভিনয় করেছেন ওই পতিতালয়ের সর্দারনীর চরিত্রে। রিক রায়ের ডিজাইন করা বেগমজানের পোষ্টারে সেই চরিত্রটিরই আবহ দেখা গেছে।

ছবির চিত্রায়ন হয়েছে দিল্লি ও বিহারের বিভিন্ন জায়গায়।

 

এইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |