'যোদ্ধা' খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তী। আসছে মে মাসে তার অভিনীত 'পোস্ত' সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
আর এই নাম নিয়েই কম মজা হয়নি সামাজিক যোগাযোগের মাধ্যমে। এ মজা থেকে বাদ পড়েননি নায়িকাও।
মিমি ছাড়াও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায় ও লিলি চক্রবর্তী। দর্শকদের মাঝেও সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ।
কারণ বাঙালি সংস্কৃতির সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি, ইলিশ বা রসগোল্লা যতটা জড়িয়ে। ঠিক তেমনিভাবে জড়িয়ে রয়েছে 'পোস্ত'।
অথচ পপুলার কালচারে বাকি খাবারগুলি যতটা ফোকাসে এসেছে এ খাবারটি ততটা আসেনি।
পোস্ত ভারতের অন্যকোনো প্রদেশে পাওয়া যায় না। তাইতো শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন সিনেমা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা টিকা-টিপ্পনি চলছে ছবির নামটি নিয়ে।
এদিকে রোববার ছুটির দিনেও কাজে বের হয়েছিলেন মিমি। টুইটারে একটি অ্যাপ-ফিনিশড ফটো শেয়ার করেছিলেন মিমি।
সেখানে মজা করে দেব লিখেছেন, ইউ আর লুকিং লাইক আলুপোস্ত হানি।
দেবের কথায় মিমিও দারুণ মজা পেয়েছেন। তিনি স্বীকার করেছেন যে সত্যিই তাকে আলুপোস্তর মতোই দেখাচ্ছে।
এইচএম