ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেব, এটা বিশ্বাসযোগ্য: কৌশানী
রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ওপার বাংলার অন্যতন সুন্দরী চিত্রনায়িকা কৌশানী মুখার্জী। নির্বাচনী প্রচারণায় নেমে ইতিমধ্যেই নেটমাধ্যমে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে বেশ ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করেছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কৌশানী বলেন, 'এটা রাজনৈতিক নোংরামি। নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আমার বিরুদ্ধে কোনও অস্ত্র নেই। তাই অপপ্রচারই সই! কিন্তু নেতিবাচক প্রচারও তো এক ধরনের প্রচার! রাজনীতিতে পা রাখতে না রাখতেই নারীদের নিরাপত্তার মতো জাতীয় বিষয় নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে রটনা। খুব সস্তা আর নোংরা রাজনীতি। বিরোধী পক্ষকে দাবিয়ে রাখতে চাইলে আমিও এ রকম কিছু করতেই পারি। কিন্তু একবারও নোংরামির ধারপাশ দিয়ে হাঁটিনি।'
তিনি আরও বলেন, 'মেয়েদের উন্নতির জন্য যা যা করা যায়, মেয়েদের নিরাপত্তার জন্য যা যা করা দরকার, সব করবো। যদিও আমাদের রাজ্য নারী নিরাপত্তায় সবার সেরা। এটা আমি বলছি না, সমীক্ষার দাবি। মমতা ব্যানার্জী এই কাজ করে দেখিয়েছেন। এটা বলতে গিয়েই তো যত কাণ্ড! একজন মেয়ে হয়ে মেয়েদের উদ্দেশ্যে আমি কখনও বার্তা দিতে পারি, ‘ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেব!’ এই কুৎসা বিশ্বাসযোগ্য?'
কৌশানী তৃণমূলের রাজনীতিতে ব্যস্ত সময় পার করলেও তার প্রেমিক বনি সেনগুপ্ত বিজেপিতে যোগ দিয়েছেন। দুইজন দুই দলের হয়ে রাজনীতির মাঠে সরব। এমন পরিস্থিতিতে বনির সঙ্গে তার সম্পর্কের বন্ধন জানিয়ে নায়িকা বলেন, 'আমাদের ব্যক্তিগত সম্পর্ক আলাদা। রাজনৈতিক সম্পর্কও আলাদা। একে অন্যকে প্রচণ্ড সম্মান করি। ও যখন কোনও চিত্রনাট্য বেছেছে, আমি তাতে নাক গলাইনি। রাজনীতির ক্ষেত্রেও একই নীতি মেনে চলছি। আমি প্রচণ্ড স্বাধীনচেতা। প্রত্যেকের স্বাধীন মতামত আছে। বিশ্বাস, মতাদর্শ আছে। কেউ কারও ওপর জোর করে কিছু চাপিয়ে দিতে পারি না। আমি যদি আমার সমস্ত বিষয়ে স্বাধীনতা পছন্দ করি, অন্যের নাক গলানো অপছন্দ করি, তাহলে অন্যকেও সেই জায়গাটা ছেড়ে দিতে হবে। তাই বনির সিদ্ধান্ত একান্তই ওর ব্যক্তিগত।'
সূত্র- আনন্দবাজার
এনএস
মন্তব্য করুন