• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

চিকিৎসায় সাড়া দিচ্ছেন ফারুক, আশাবাদী চিকিৎসকরা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ এপ্রিল ২০২১, ০৯:১১
চিকিৎসায় সাড়া দিচ্ছেন ফারুক, আশাবাদী চিকিৎসকরা
সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে ১৮ দিন আইসিইউতে অজ্ঞান হয়ে পড়ে থাকার পর বুধবার (৭ এপ্রিল) ডাক্তারদের ডাকে সাড়া দিয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। একই সঙ্গে হাতও নাড়িয়েছেন। তাকে নিয়ে আশাবাদী ডাক্তাররা- এমনটাই জানিয়েছেন তার পুত্র রওশন হোসেন পাঠান শরৎ।

তিনি বলেন, ‘আব্বুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুদিন সময় লাগবে।'

সম্প্রতি সপরিবারে করোনায় আক্রান্ত হন ফারুক। সবাই সুস্থ হলেও তার বেশকিছু শারীরিক জটিলতা দেখা দেয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে সিঙ্গাপুরে যান তিনি। সেখানে পরীক্ষায় তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন তিনি। সেখানে কিডনি বিশেষজ্ঞ ডা. লাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। সিঙ্গাপুরে তার অনেক আত্মীয়-স্বজন রয়েছে। তাদের মাধ্যমেই প্রতিনিয়ত বাবার খবর রাখছেন শরৎ।

আরও পড়ুনঃ ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করে দেব, এটা বিশ্বাসযোগ্য: কৌশানী

উল্লেখ্য, সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ‘ঢাকা-১৭’ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ফারুক।

এনএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়