ঢালিউডের মিষ্টি মেয়ে খ্যাত সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। হাসপাতালে তার সার্বক্ষণিক দেখাশোনা করছেন ছেলে শাকের চিশতী।
আরও পড়ুনঃ দোয়া চেয়ে যা বললেন অসুস্থ রিয়াজ
কবরীর শারীরিক অবস্থার খবর জানিয়ে শাকের চিশতী বলেন, ‘আম্মুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে এখনো তিনি আইসিইউতে এবং ঝুঁকিও পুরোপুরি কাটেনি। আমি খাবার নিয়ে গিয়ে ওনাকে খাইয়েছি। আমার সঙ্গে নানা বিষয়ে তিনি কথাও বলেছেন। তিনি মানসিকভাবেও ভালো আছেন। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন এবং বাসায় ফিরবেন। সবার কাছে ওনার জন্য দোয়া চাইছি।’
আরও পড়ুনঃ সদ্যবিবাহিতা স্ত্রীকে কষিয়ে থাপ্পড় মারলেন অভিনেতা! (ভিডিও)
তিনি আরও বলেন, 'শুরু থেকেই মা সকল স্বাস্থ্যবিধি মেনে চলছিলেন। মাঝে শুটিং করেছিলেন, সেখানেও কঠোর নিয়ম মেনেছেন। তবুও আক্রান্ত হয়ে গেলেন। ’
প্রসঙ্গত, হঠাৎ খুসখুসে কাশি ও জ্বরে আক্রান্ত হলে করোনার উপসর্গ ভেবে চিন্তায় পড়েন কবরী। পারিবারিক চিকিৎসকের পরামর্শমতো নমুনা পরীক্ষা দেন। গেলো ৫ এপ্রিল দুপুরে রিপোর্ট হাতে পেয়ে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। তারপর আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি।
এনএস