• ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
logo

ধর্মের টানে অভিনয় ছেড়ে কটাক্ষের শিকার অভিনেত্রী!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ এপ্রিল ২০২১, ১৩:৩০
ধর্মের টানে অভিনয় ছেড়ে কটাক্ষের শিকার অভিনেত্রী!
অ্যানি খান

ধর্মীয় বিষয়ে নিজের আত্মোপলব্ধির কারণে দীর্ঘ ২৩ বছরের শোবিজ ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছেন অভিনেত্রী অ্যানি খান। বর্তমানে স্বামী-সংসার ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। কিন্তু তবুও সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত কটাক্ষের শিকার হচ্ছেন সাবেক এই অভিনেত্রী। এক শ্রেণির মানুষ তাকে নিয়ে নোংরামি করছেন বলে দাবি করেছেন অ্যানি।

অভিনয় ছাড়া প্রসঙ্গে অ্যানি জানিয়েছেন, ‘কারো দ্বারা প্রভাবিত হয়ে মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নেইনি। এ সিদ্ধান্ত আমার একান্তই ব্যক্তিগত। কারণ মৃত্যুর পর আমার হিসেব আমাকেই দিতে হবে। তাই আত্মোপলব্ধি থেকেই আমি মিডিয়ার কাজ থেকে সরে যাচ্ছি।‘

কিছুদিন আগে অ্যানি খানের একটি লাইভ ভিডিও শেয়ার করেন এক ব্যক্তি। ক্যাপশনে অ্যানিকে নিয়ে বাজে মন্তব্যও করেন তিনি। শুধু তাই নয়, শোবিজ ছেড়ে দেওয়ার পরও নিয়মিত তাকে কটু কথা শুনতে হচ্ছে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে পেজে লাইভে এসে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন অ্যানি খান।

অ্যানি বলেন, ‘আমি আসলে কারো দাওয়াতে ইসলামের পথে আসিনি। নিজ থেকেই দ্বীনের পথে এসেছি। আমি দ্বীনের পথে কতটুকু থাকব, থাকব না সেটা আমার ইচ্ছা। আল্লাহ আমাকে কতটুকু হেদায়াত করেছেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, সেটাও আল্লাহ নির্ধারিত।’

তিনি আরও বলেন, ‘আমি হাজার বার বলেছি আমি বিবাহিত। কত বড় স্টুপিড আপনারা! আমার ভিডিও আপনাদের পেজে শেয়ার দিয়ে বলছেন, আমাকে যেন কেউ বিয়ে করেন। আরে ভাই আমি বিবাহিত। আমার স্বামীর অনুমতি নিয়েই আমি ব্যবসা করি। আমি কী করে বাঁচব, কী করে মরব, আপনারা বলার কে?’

সাবেক এই অভিনেত্রী বলেন, ‘আমি হিপোক্রেট না। পৃথিবীর কোথায় লেখা আছে আপনি কাউকে এভাবে অপমান করে কথা বলবেন? আপনার কান বরাবর চটকানা মারতে ইচ্ছা করছে! আমরা জাহান্নামে যাব কি না সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। ভাই এতো টেনশন কইরেন না, পারলে দোয়া করবেন। বলছি না সবার মধ্যে, কিন্তু বেশিভাগ মানুষ আপনারা হিপোক্রেট।’

এনএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামদানি পরে কটাক্ষের শিকার, মুখ খুললেন জয়া
‘আর নোংরামি বাড়াতে চাই না’