• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

৩০ বছর ধরে ভাত খান না মোশাররফ করিম!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ এপ্রিল ২০২১, ১৯:২২
৩০ বছর ধরে ভাত খান না মোশাররফ করিম!
মোশাররফ করিম

দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ৩০ বছর ধরে ভাত খান না। বিষয়টি তার স্ত্রী প্রথমে উপভোগ করলেও পরবর্তীতে সেটিই তাদের ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। বাস্তবে নয়, নাটকের গল্প এটি।

‘গরম ভাতের গন্ধ’ শিরোনামে নতুন একটি একক নাটকে এমনই গল্পে হাজির হবেন মোশাররফ করিম। ইসরাত আহমেদ রচিত নাটকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘নিঃসন্দেহে একটি অসাধারণ চিত্রনাট্যে আমরা কাজ করেছি। মনস্তাত্ত্বিক জটিলতার গল্প নিয়ে মূলত এই নাটক। আমাদের জীবনের বাইরের কোনো গল্প নয়। যারা নাটক দেখে ভাবতে চান, এটি তাদের ভাবনার খোরাক হতে পারে।’

এতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে হাজির হবেন জাকিয়া বারী মম। এছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- সাবেরী আলম, মাসুম বাশার, শেলী আহমেদ প্রমুখ। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাত ৮টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে নাটকটি।

এনএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোশাররফ করিমের ‘অন্ধকারের গান’ মুক্তি পাচ্ছে আজ
তিন বন্ধুর ‘শাদী মোবারক’
এবার তিন গল্পে ভিন্নরূপে পর্দা মাতাবেন মোশাররফ করিম
ঘরের কথা পরের কাছে বলতে চাই না: অহনা