ঢাকাশনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

শহীদ-মীরার দাম্পত্য কলহ প্রকাশ্যে

বিনোদন ডেস্ক

রোববার, ০৯ মে ২০২১ , ১২:১৭ পিএম


loading/img
ছবিতে শহীদ-মীরা।

বলিউডের কবির সিং খ্যাত অভিনেতা শহীদ কাপুর। এবার প্রকাশ্যে এলো মীরা রাজপুত-শহীদ কাপুরের দাম্পত্য কলহ। ক্ষুব্ধ মীরা স্বামীর উপরে রাগ করে পোস্ট দিলেন ইনস্টাগ্রামে।

বিজ্ঞাপন

সেখানে ফলোয়ারদের কাছে জানতে চাইলেন, সব পুরুষই কী এ রকম? কী করেছেন শহীদ? ঘর অপরিচ্ছন্ন রাখার জন্য বিরক্ত মীরা। নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন নেটমাধ্যমে। ছবিই পোস্ট করলেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে।

সেখানে দেখা যাচ্ছে, ঘরের মেঝের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক জোড়া সাদা মোজা আর এক জোড়া নীল জুতো। ধূসর কার্পেটে পড়ে রয়েছে সেগুলো। সত্যিই অপরিচ্ছন্ন লাগছে ঘরের মেঝে।

বিজ্ঞাপন

তাদের ‘ঘর ঘর কি কাহানি’র ছবি মাঝে মধ্যেই নেটমাধ্যমে প্রকাশ করেন মীরা। কন্যা মিশা এবং পুত্র জেইনকে নিয়ে তাদের সংসারের খুঁটিনাটির দিকে চোখ থাকে নেটাগরিকদের।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |