ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ মে ২০২১ , ০৫:১২ পিএম


loading/img
তৃণা সাহা

ওপার বাংলার টেলি অভিনেত্রী তৃণা সাহার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছেন জনৈক নেটাগরিক। প্রমাণ হিসেবে ফেসবুকে দুটি ছবিও শেয়ার করেছেন তিনি। তবে নেটাগরিকদের বেশিরভাগই নায়িকার পক্ষে আওয়াজ তুলেছেন।

বিজ্ঞাপন

তৃণার বিরুদ্ধে তোলা অভিযোগটি খুবই হাস্যকর। সেই নেটাগরিকের অভিযোগ, নেটমাধ্যমে তৃণা তার ছবির সঙ্গে যে ক্যাপশন দিয়েছেন, সেটি চুরি করা। তার ছবির উপরের লেখার সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের একটি ছবির উপরের লেখা প্রায় মিলে গেছে। তবে তৃণার ছবির উপরের লেখায় বাড়তি দুটি শব্দ রয়েছে।

বিজ্ঞাপন

নেটাগরিকদের একাংশের মতে, তৃণা চুরি করেননি। বর্তমানে ‘গুগল’ থেকে লেখা নিয়ে সবাই নিজের ছবির সঙ্গে জুড়ে দেয়। সেটা কোনও অপরাধ নয়।

আরেকজন বলেছেন, ‘সবাই ক্যাপশন গুগল থেকে এনে দেয়, তৃণার দোষ কী? আবার কেউ লিখেছেন, এখানে চুরির কি আছে? অনেক কবি বা লেখকদের লেখা আমরা নিয়ে থাকি। কত জন কবির নাম উল্লেখ করেন?

তবে এসব কটাক্ষের কোন তোয়াক্কা করেন না তৃণা। নিজের অভিনয় ক্ষমতা দিয়েই সব কটূক্তির জবাব দিতে চান এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সূত্র: আনন্দবাজার

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |