ঢাকাবুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

প্রেম করছেন রাইমা সেন!

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১ , ০৫:৪৩ পিএম


loading/img
রাইমা সেন

চিরদিনই তুমি যে আমার খ্যাত নায়িকা প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে  চিত্রগ্রাহক তথাগত ঘোষের প্রেমের গুঞ্জন অনেক দিনের।

বিজ্ঞাপন

মাঝে তাদের সম্পর্ক নেই বলে শোনা যাচ্ছিল। আবারও তথাগতর ইনস্টাগ্রামে দেখা যায় প্রিয়াঙ্কা সরকারের আবেদনময়ী ছবি।

এদিকে তথাগতর ইনস্টাগ্রামে রাইমা সেনের ছবি ও ক‌্যাপশন নতুন গুঞ্জনের ইঙ্গিত দিচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (২ জুন) তথাগত তার ইনস্টাগ্রামে রাইমা সেনের একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়—সাদা রঙের অন্তর্বাস ও সাদা টি-শার্ট পরে বসে রয়েছেন সেনসেশনাল অভিনেত্রী রাইমা।

ছবিটি তুলেছেন ফটোগ্রাফার তথাগত। নিচে তথাগত কারো উক্তি ক‌্যাপশন হিসেবে ব‌্যবহার করেছেন। আর তা হলো—‘মেয়েটি যখন বাস্তব দুনিয়া থেকে পালাতে চায়, তখন আমার দিবাস্বপ্নে ধরা দেয়।’

বিজ্ঞাপন

আর এই ক্যাপশন নিয়েই সোশ্যাল মিডিয়ায় আলোচনার শুরু, তবে কী তথাগতর স্বপ্নের নায়িকা রাইমা?

বলে রাখা ভালো, গেলো ১৫ মে রাইমার একাধিক ছবি তুলেন তথাগত। সেকথা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তার সেসব খোলামেলা পোশাকের ছবি নিয়ে যথেষ্ট বিতর্কও শুরু হয়েছিল।

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |