ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সিনেমা হলে বিক্রি হচ্ছে ভাত!  

বিনোদন ডেস্ক

রোববার, ০৬ জুন ২০২১ , ০৩:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

এক সময়ে রমরমা ব্যবসা ছিল সিনেমা হলটির। পছন্দের তারকাদের সিনেমা দেখার জন্য মানুষ এখানেই আসতেন।

বিজ্ঞাপন

দিনাজপুর জেলার পার্বতীপুরের সেই উত্তরা টকিজ সিনেমা হলটি বন্ধ হয়ে গেছে। সেখানে এখন খাবার হোটেল হয়েছে। বিক্রি হচ্ছে ভাত, ডাল, মাছ, মাংসসহ নানা পদের খাবার। আর এটি ছিল জেলার সবশেষ প্রেক্ষাগৃহ।

২০১৯ সালে বন্ধ হয়ে যায় উত্তরা টকিজ। পরবর্তীতে হলটি ভেঙে ফেলা হয়। সেখানকার, মেশিনঘরটি এখনো অক্ষত রয়েছে। একই রকম রয়েছে নিচতলার প্রবেশদ্বার ও টিকিট কাউন্টার। আর এই সামনের অংশটিই এখন খাবারের হোটেল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

হোটেলের নাম অবশ্য হলটির নামানুসারে রাখা হয়েছে সেটি হলো উত্তরা হোটেল।   জানা গেছে, মূল মালিকের কাছ থেকে একজন নারী জায়গাটি ভাড়া নিয়ে হোটেলটি পরিচালনা করছেন।

১৯৮৫ সালে সিনেমা হলটি নির্মিত হয়। প্রেক্ষাগৃহটির জৌলুস ছড়াত শহর থেকে গ্রামগঞ্জে।

বিজ্ঞাপন

এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |