টালিউডের নম্বর ওয়ান নায়ক প্রসেনজিৎ চ্যাটার্জী। এবার সিনেমার গল্প লিখলেন তিনি। গেলো বছর লকডাউনে এই গল্প লেখার শুরু করেছিলেন প্রসেনজিৎ।
ঘরবন্দি অবস্থায় বেশ কিছুটা সময় পেয়েছিলেন। তারই মধ্যে একটি গল্প লিখে ফেলেছেন অভিনেতা। সূত্রের খবর, গেলো বছর লকডাউনে এই গল্প ভেবেছিলেন এবং গল্প লেখার কাজ শুরু করেছিলেন।
চলতি বছর সেই গল্পকে চিত্রনাট্যের আকার দেয়ার কাজ হচ্ছে। এ নিয়ে এখনো মুখ খোলেননি অভিনেতা। চুপি চুপি সেই গল্প নিয়ে ছবি করার কথাও ভেবেছেন প্রসেনজিৎ।
চিত্রনাট্য লেখার দায়িত্ব পড়েছে পদ্মনাভ দাশগুপ্তর ওপর। এটি একটি বাংলা চলচ্চিত্র হতে যাচ্ছে। একজন প্রাপ্ত বয়স্কর সঙ্গে এক শিশুর সম্পর্কের টানাপোড়েন ফুটে উঠেছে গল্পে। সেটিকেই নতুন মোড়কে হাজির করবেন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। এতে প্রসেনজিৎ অভিনয় করবেন কিনা জানা যায়নি। তবে ছবিটি প্রযোজনা তিনিই করবেন এমনটা শোনা যাচ্ছে।
জানা যায়, ছবির একটি চরিত্রের জন্য শুভশ্রী গাঙ্গুলিকে ভাবা হয়েছে।
এম