ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

‘বাহুবলী’র রেকর্ড ভাঙল ‘কেজিএফ টু’

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৭ জুলাই ২০২১ , ০২:০৬ পিএম


loading/img

গান ও অসাধারণ আবহসংগীতের জন্য বেশ জনপ্রিয়তা পেয়েছে ‘কেজিএফ চ্যাপটার ওয়ান’। বাণিজ্যিকভাবে ব্লকবাস্টার হিটও হয়েছে সিনেমাটি। কেজিএফ ওয়ানকেও ছাড়িয়ে যাবে চ্যাপ্টার টু- এমনটাই আশা করছে দর্শকরা।

বিজ্ঞাপন

জানা যায়, এরই মধ্যে টি-সিরিজ এবং লাহাড়ি মিউজিকের কাছে ৭.২ কোটি রুপিতে বিক্রি করা হচ্ছে ‘কেজিএফ টু’র অডিও স্বত্ব, যা ভেঙে দিয়েছে দক্ষিণের আলোচিত সিনেমা ‌‘বাহুবলী’র রেকর্ড।

চলতি মাসের ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল ‘কেজিএফ টু’ সিনেমাটি। কিন্তু করোনা মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। গত বছর ২৩ অক্টোবর বিশ্বব্যাপী ‘কেজিএফ টু’ মুক্তির কথা ছিল। এরপর তা পিছিয়ে ১৪ জানুয়ারি মুক্তির পরিকল্পনা করেন নির্মাতারা। যদিও সেটিও সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বিজয় কিরগান্দুর প্রযোজনায় ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল। ভারতীয় পাঁচটি ভাষায় এটি মুক্তির দেওয়ার কথা রয়েছে। ‘কেজিএফ টু’ সিনেমায় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সঞ্জয়-যশ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

এনএস/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |