নায়িকা পরীমণিকে আটকের পর অভিনেতা-প্রযোজক নজরুল ইসলাম রাজের (নজরুল রাজ) বনানীর বাড়িতে অভিযান চালিয়ে তাকেও আটক করেছে র্যাব। এ সময় তার বাসা থেকে মাদকসহ বিকৃত যৌনাচারে ব্যবহৃত অনেক সরঞ্জাম জব্দ করা হয়েছে।
অভিযান সূত্রে জানা যায়, বিকৃত যৌনাচারে একাধিক নারী পুরুষ একসাথে সমন্বিত যৌনাচারে ব্যবহার্য সরঞ্জামাদি সজ্জিত নজরুল ইসলাম রাজের রাজ মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউজের কক্ষ এবং বিশেষ বিছানা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এই কক্ষটিতে পর্নোগ্রাফি তৈরি করা হতো। রাত ১০টার দিকে রাজের বাসা থেকে জব্দ করা মাদক ও সরঞ্জাম গণমাধ্যমকর্মীদের সামনে নিয়ে আসেন র্যাব-১ এর সদস্যরা।
মডেল ফারিয়া মাহাবুব পিয়াসার সহযোগী মিশুকে গ্রেপ্তারের পর তার দেয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্যের ভিত্তিতেই রাজকে আটক করেছে র্যাব। এমনটিই জানিয়েছেন র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
জানা যায়, পরীমণির প্রথম ছবি ভালোবাসা সীমাহীন-এর প্রযোজক ছিলেন এই নজরুল ইসলাম রাজ। তিনি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করে থাকেন। তার হাত ধরেই নাটক থেকে সিনেমায় নাম লেখান পরী।
কয়েক মাস আগে গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণী মুনিয়ার মরদেহ উদ্ধারের পর আলোচনায় আসেন নজরুল রাজ। ওই সময় রাজের সঙ্গে মুনিয়ার একাধিক অন্তরঙ্গ ছবি ফেসবুকে ভাইরাল হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে রাজ জানান, মুনিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তিনিই মুনিয়াকে একটি নাটকে অভিনয়ের সুযোগ করে দেন। তবে নাটকটির শুটিং শেষ হয়নি।
পরীর বাসায় কেন শত শত মদের বোতল?
অভিনেতা নজরুল রাজের বাড়িতে র্যাবের অভিযান
পরীমণির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি-আইস উদ্ধার
কেউ পার পাবে না: পরীমণির হুমকি
৫০ মডেল-অভিনেত্রীর তালিকা র্যাবের হাতে
কেউ পার পাবে না: পরীমণির হুমকি
পরীর বিরুদ্ধে মামলা করবেন সেই নাসির
পরীমণিকে গাড়িতে তুলতে আইনশৃংখলা বাহিনীর হিমশিম
পরীমণির বাসায় র্যাবের নারী সদস্যরা
র্যাবের অভিযান টের পেয়েই লাইভে পরীমণি!
পুলিশ-সাংবাদিকদের জন্য আকুতি পরীমণির (ভিডিও)
পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে কারা? (ভিডিও)
মামলা হচ্ছে পরীমণির বিরুদ্ধে: র্যাব
এনএস