ঢাকারোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

'সোনাবন্ধু রে' নিয়ে নাচলেন পাবেল

নিয়াজ শুভ

বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১ , ১২:১৯ পিএম


loading/img
সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া রিমেক গান ‘বুক চিন চিন করছে’র মাধ্যমে আলোচনায় এসেছেন প্রগতিশীল সংগীতশিল্পী জাহেদ পারভেজ পাবেল। একই গানে ছেলে এবং মেয়ে উভয় কন্ঠ দিয়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় 'সোনাবন্ধু রে' গানেও বাজিমাত করেছেন তিনি।

বিজ্ঞাপন

জাহেদ পারভেজ পাবেল আরটিভি নিউজকে জানান, ‘বুক চিন চিন করছে হায়’ এর পর নতুন করে আমার গানের দর্শক-শ্রোতা তৈরি হয়েছে। তারা আমাকে নতুনভাবে চিনেছেন। নিজের মধ্যে দায়িত্ববোধ বেড়ে গেছে। আর সেই জায়গা থেকেই আমার নতুন গান ও ভিডিও ‘সোনাবন্ধু রে’। ভিডিওটি প্রকাশের পর থেকে শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হচ্ছি।'

বিজ্ঞাপন

মডেল হামজা ও শাকিলার সঙ্গে সংগীতশিল্পী পাবেল

তিনি আরও জানান, 'ভিন্ন ভিন্ন ঘারানার গানে নিজেকে তুলে ধরার চেষ্টা করছি। শ্রোতাদের পছন্দের দিকটা মাথায় রেখে নিজের মধ্যে পরিবর্তন আনছি। এই গানের ভিডিওতে প্রথমবারের মতো আমাকে নাচতে দেখা গেছে। এছাড়া মানুষের টেস্ট সবসময় এক থাকে না, তাই সময়ের সাথে গানে ভিন্নতা আনা জরুরি বলেই মনে করি। নতুন গানটিতে শ্রোতাদের মাতিয়ে রাখার চেষ্টা করেছি।'

ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশ্যে এসেছে 'সোনাবন্ধু রে'। গানটির কথা লিখেছেন যৌথভাবে নাসিফ ও জুয়েল মোর্শেদ। আদিব ও জুয়েল মোর্শেদের যৌথ সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন আদিব নিজেই। রাজ বিশ্বাস শংকরের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় দুটি মুখ হামজা খান শায়ান এবং শাকিলা পারভীন। এছাড়াও এতে র‍্যাপ করেছেন 'দাদু' খ্যাত মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |