পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার রাজের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলো সংগঠন

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৮ আগস্ট ২০২১ , ০৮:৪৬ পিএম


পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার রাজের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলো সংগঠন
নজরুল ইসলাম রাজ

পর্নগ্রাফি আইনে করা মামলায় প্রযোজক নজরুল ইসলাম রাজের সদস্যপদ স্থগিত করেছে ফিল্ম ক্লাব এবং টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। সাময়িকভাবে এই দুই সংগঠন থেকে রাজের সদস্য পদ স্থগিত করা হয়। 

বিজ্ঞাপন

ফিল্ম ক্লাবের সভাপতি চিত্রনায়ক ওমর সানী বলেন, নজরুল ইসলাম রাজ সাজাপ্রাপ্ত হলে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী তার পদ হারাবেন। এরপর তার আসন শূন্য ঘোষণা করে নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে। নজরুল ইসলাম রাজ সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।  

অন্যদিকে রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজের সদস্যপদ বাতিল করা প্রসঙ্গে টেলিপ্যাবের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নজরুল ইসলাম রাজের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি আদালত কর্তৃক যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে তার সদস্যপদ পুনঃবহাল করা হবে, অন্যথায় তার পদ স্থায়ীভাবে বাতিল করা হবে। 

বিজ্ঞাপন

তারা বলেন, সংগঠনটির সংবিধানের ১৩ এর খ এবং ছ অনুযায়ী নজরুল রাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

উল্লেখ্য, বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল রাজকে তার দুই সহযোগীসহ বনানীর বাসায় অভিযান চালিয়ে আটক করে র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে মদ, সিসা, যৌন উত্তেজক ওষুধ ও পর্নগ্রাফি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। বর্তমানে নজরুল রাজ চারদিনের রিমান্ডে আছেন।

জেএইচ/এম  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission