চলতি বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের চাচাতো বোন শ্লোকা শেট্টি। পারিবারিক সেই আয়োজনে যোগ দিতে মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে বেঙ্গালুরে উড়ে গিয়েছিলেন নায়িকা। সম্প্রতি নেট দুনিয়ায় উঠে এসেছে সেই বিয়ের ছবি।
সেই বিয়ের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির তরফে সম্প্রতি ছবিগুলো শেয়ার করা হয়েছে। শ্লোকার বিদায় অনুষ্ঠানের সেই ছবিতে দেখা যায়- লাল ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে মিলিয়ে ঠোঁটে লাল লিপস্টিক, খোলা চুলে মাথায় হীরার টিকলিতে সেজেছিলেন ঐশ্বরিয়া। অন্যদিকে সাদা রঙের পোশাকে মায়ের মতোই খোলা চুলে সেজে উঠেছিলো ছোট্ট আরাধ্যা।
ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির পোস্ট করা একটি ভিডিওতে খালাকে জড়িয়ে ধরে আদুরে গলায় ছোট্ট আরাধ্যাকে বলতে শোনা যায়, 'কেঁদো না আমি আছি তো।'
সূত্র: জি নিউজ
এনএস