ঢাকাসোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

হানিমুনে সাগর-জোৎস্নায় মেতেছেন নিলয় ও হৃদি

নিয়াজ শুভ

মঙ্গলবার, ১৭ আগস্ট ২০২১ , ০৬:৫১ পিএম


loading/img
সাগরপাড়ে নববধূর সঙ্গে নিলয়

গত বছরের লকডাউনে তাসনুভা তাবাসসুম হৃদির সঙ্গে পরিচয়, চলতি বছরের লকডাউনে সম্পর্কের শুভ পরিণয়। বিয়ের এক মাস পর নববধূর সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিয়েছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় মডেল ও অভিনেতা নিলয় আলমগীর। আপাতত হানিমুনে সাগর-জোৎস্নায় মেতেছেন এই নব-দম্পতি।

বিজ্ঞাপন

একান্তে নিজেদের সময় কাটাতে কক্সবাজার সমুদ্র সৈকতকে বেছে নিয়েছেন তারা। সোমবার (১৬ আগস্ট) নববধূকে নিয়ে সেখানে উড়ে গেছেন নিলয়। সাগরের নোনা জলে পা ভিজিয়ে জ্যোৎস্না দেখছেন। আগামী বৃহস্পতিবার (১৯ আগস্ট) পর্যন্ত সেখানে নিজেদের মতো করে সময়টা উপভোগ করবেন।

এরইমধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে কাটানো মুহূর্তগুলো ফ্রেমবন্দি করেছেন নিলয়-হৃদি। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো পোস্ট করে হৃদি লিখেছেন- তুমি আকাশের উদারতা, আমি সমুদ্রের নীল ঢেউ। দুজনের পোশাকের সঙ্গে মিল রেখে যোগ করে দিয়েছেন নীল, কালো রঙের দুটো লাভ ইমোজি।

বিজ্ঞাপন

একটি ছবিতে দেখা যায়, সৈকতের বালুতে হাঁটু এলিয়ে দিয়েছেন নিলয়। তার ওপরে পা রেখেছেন হৃদি। আর নিলয় তার পায়ে নূপুর পরিয়ে দিচ্ছেন। কোন ছবিতে হাত ধরে দুজন দুজনের দিকে তাকিয়ে সমুদ্রপাড়ে হাঁটছেন। তাদের পেছনে সমুদ্রের উত্তাল ঢেউ খেলা করছে। এছাড়াও আরো একাধিক ছবিতে রোমান্টিক লুকে ধরা দিয়েছেন এই নব-দম্পতি।

নিলয় জানান, আগামী ২০ আগস্ট তার জন্মদিন। সেদিন সকালেই স্ত্রীকে নিয়ে ঢাকার ফিরবেন। সন্ধ্যায় কাছের বন্ধুদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করবেন তিনি।

বিজ্ঞাপন

এনএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |