কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ছোট পর্দায় তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছেন। বর্তমানে চলচ্চিত্রেও দেখা যাচ্ছে তাকে। বিশেষ করে 'প্রাক্তন' ছবিতে তার সাবলীল অভিনয় দর্শকমন ছুঁয়ে গেছে। কিন্তু ২৫ বছর পর এ কী করলেন অপরাজিতা!
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ছোটবেলায় গরমের ছুটিতে ন্যাড়া হওয়ার কথা মনে আছে অপরাজিতা আঢ্যর। একটু এবড়ো-থেবড়ো হলেই বাড়িতে কাঁচি চালিয়ে ছেঁটে দেওয়া হতো চুল। দু’দশকের বেশি সময় ধরে টালিউডে কাজ করেছেন বটে, কিন্তু সেলুনে গিয়ে কখনও চুল কাটানো হয়নি তার। এ বার সেই কাজটিও সেরে ফেললেন তিনি।
ইনস্টাগ্রামে হাসিমুখে তোলা নিজের একটি ছবি পোস্ট করেছেন অপরাজিতা। সেখানে দেখা যাচ্ছে, তার কাঁধ ছোঁয়া ঢেউ খেলানো চুল। ‘প্রাক্তন’-এর মলি লিখেছেন, '২৫ বছর পর চুল কাটলাম।'
কিন্তু এত বছর পর কেন চুল কাটতে হলো তাকে? অপরাজিতার ভাষ্য, 'কোভিডের জন্যই চুল কেটে ফেলতে হলো। সেই সময় আমার প্রচুর চুল উঠেছিল। তার পর আবার নতুন চুল গজাচ্ছে। সেই চুলগুলো বাড়তে সময় লাগবে। এই দিকে আগের চুলগুলো লম্বা। দুটো সমান হতে তো সময় লাগবে। সেই সমস্যার সমাধান করতেই চুল কেটেছি।'
তবে চুল কাটা নিয়ে মন খারাপ নেই অপরাজিতার। তিনি বললেন, 'প্রথমে কেমন একটু লাগছিলো। কিন্তু যিনি আমার চুল কেটেছেন, খুব সাহস করে কাঁচি চালিয়েছেন। আমার খারাপ লাগছে না। আমি জানি, আমার চুল আবার বড় হয়ে যাবে।'
প্রসঙ্গত, গেলো বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন অপরাজিতা। শুধু তিনি নন, শাশুড়িসহ তার পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হয়েছিলেন।
সূত্র: আনন্দবাজার
এনএস