ছোটপর্দার রাজকুমার আবদুন নূর সজল। সিনেমায়ও নিয়মিত অভিনয় করছেন তিনি। সম্প্রতি ‘দোলাচল’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। খুব শিগগিরই একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।
ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘দোলাচল’। এতে সজলের সঙ্গে পর্দা শেয়ার করেছেন অপর্ণা ঘোষ ও কাজী নওশাবা আহমেদ। ফারিয়া হোসেনের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন আরিফ খান।
সজল বলেন, ‘সিনেমাটির গল্প এবং নির্মাণশৈলী ভালো হয়েছে। এতে আমার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। আশা করছি এটি দর্শকের ভালো লাগবে। চমকের বিষয়ে এখনই কিছু বলতে চাই না, দর্শকরা দেখলেই সেটি উপলব্ধি করতে পারবেন।’
এদিকে নাদের চৌধুরীর পরিচালনায় ‘জ্বীন’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন সজল। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি দেখতে দর্শকের আগ্রহের মাত্রাও বেড়েছে বহুগুণ। এতে সজলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পূজা চেরী।
চলমান ধারাকে ছাপিয়ে নতুন প্যাটার্নে নির্মিত হয়েছে ‘জ্বীন’। এতে ভিএফএক্সের অনেক কাজ রয়েছে। আমাদের দেশে এর আগে কখনও এমন সিনেমা নির্মিত হয়নি। পরিচালক নাদের চৌধুরী ছবিটিকে ভিন্ন স্বাদের ছোঁয়ায় পরিপূর্ণ করে তুলেছেন।
এ ছাড়াও টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন সজল। তবে বর্তমানে শুধু একখণ্ডের নাটকেই অভিনয় করছেন তিনি।
এনএস/টিআই