ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপাতির ওপর হামলা করেছে অজ্ঞাত এক ব্যক্তি। বেঙ্গালুরু বিমানবন্দরে আচমকাই ওই ব্যক্তির আক্রমণের শিকার হয়েছেন তিনি।
জানা যায়, বেঙ্গালুরুতে একটি সিনেমার শুটিং করতে গেছেন বিজয়। সেখানেই এই ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে নিরাপত্তাকর্মী ও তার টিমের সঙ্গে যাচ্ছিলেন বিজয়। হঠাৎ পেছন থেকে এক ব্যক্তি তাকে লাথি মারার চেষ্টা করেন। যদিও এই অভিনেতার গায়ে লাথিটি লাগেনি।
ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, বিষয়টি খুব বেশি দুশ্চিন্তার নয়। কারণ ভিডিওতে যে অজ্ঞাত ব্যক্তিকে দেখা গেছে তিনি মাতাল ছিলেন। এই ঘটনার পর বিজয় ও সেই ব্যক্তির মধ্যে বাগবিতণ্ডা হয়। তবে এই অভিনেতা নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। এমনকি ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেননি বিজয়।
প্রসঙ্গত, বর্তমানে বিজয় সেতুপাতির হাতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। পাশাপাশি খুব শিগগির ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে তাকে।